
মোঃ জি, কে, শিকদারঃ নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ আড়াইহাজার।
নারায়ণগঞ্জের, আড়াইহাজারের বালিয়াপাড়া এলাকায় চাঁদাবাজির অভিযোগে সোহেল রানা নামে এক ইউপি সদস্যকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা, সোমবার (২৯) সেপ্টেম্বর সকালে উপজেলার বালিয়াপাড়া, এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা যায় নিহত সোহেল মিয়া ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ও বালিয়াপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বালিয়াপাড়ায় সায়েম নামে এক ব্যক্তি দোকার নির্মাণ করছিলেন। সোমবার সকাল (১০) টার দিকে সোহেল তার তিন সহযোগিকে নিয়ে সায়েমের কাছে চাঁদা দাবি করেন। একপর্যায়ে তাকে মারধর করলে স্থানীয়রা গিয়ে গ্রামের মসজিদের ইমামকে জানিয়ে মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী ক্ষেপে গিয়ে তাদের ধাওয়া করে, এ সময় এলাকাবাসী সোহেলকে ঘেরাও করে গণপিটুনি দিলে সোহেল ঘটনাস্থলেই নিহত হন, তবে তার সহযোগীরা পালিয়ে যান, খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পরবর্তীতে নিহত, সোহেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ, তবে স্থানীয়রা অনেকেই জানিয়েছেন পূর্ব শত্রুতার জের ধরে মব সৃষ্টি করে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করছে বলে জানান, চাঁদাবাজির নাটক সাজিয়েছে প্রতিপক্ষরা, বিষয় ক্লিয়ার, কারণ নিহতের বাবা মুকবুল হোসেন গত চারদিন আগে মারা গেছে বলে জানান স্থানীয়রা, এর কিছুদিন আগে তার বাড়ীঘরে হামলা ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছিল স্থানীয় একটি গ্রুপের লোকজন।
এ ব্যাপারে জানতে চাইলে, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, নিহত সোহেল ও তার সহযোগিদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে, তবে চাঁদাবাজির অভিযোগে গন পিটুনিতে নিহতের ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আড়াইহাজার থানা পুলিশ।
















