মোঃ জি,কে, শিকদার: নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ সোনারগাঁ।
নারায়ণগঞ্জের সোনারগাঁ, রয়েল রিসোর্টের দশম প্রতিষ্ঠাবার্ষিকী (২৩) সেপ্টেম্বর রোজ মঙ্গলবার (২০২৫) তারিখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিও স্যার হুমায়ুন কবির ফাহাদ, ডিজিএম খাইরুল কবির লাল, এবং সব ডিপার্টমেন্টের ম্যানেজার ও রিসোর্টের ষ্টাফদের পরিবারের সকল সম্মানিত সদস্যরা।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। এরপর একে একে রিসোর্ট পরিবারের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। খেলাধুলা, গান, নাচ ও লটারির মাধ্যমে দিনটি হয়ে ওঠে উৎসবমুখর পরিবেশে, এরপর, লটারির প্রথম পুরস্কার হিসেবে একটি স্মার্টফোন তুলে দেওয়া হবে বিজয়ীর হাতে।
প্রতিষ্ঠানের সিও হুমায়ুন কবির ফাহাদ এবং ডিজিএম খাইরুল কবির লাল দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাঁদের অনুপ্রেরণাদায়ক বক্তব্য রিসোর্টের উন্নতি, শৃঙ্খলা ও অতিথি সেবার মান উন্নয়নে নতুন দিক উন্মোচন করে, এবং আগামী দিনগুলি যেন সুনামের সাথে সোনারগাঁ রয়েল রিসোর্ট, এর চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও কর্মরত সদস্যরা।
অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্টাফদের অংশগ্রহণে গান ও নৃত্য পরিবেশনা সবাইকে আনন্দে ভরিয়ে তোলে, সোনারগাঁ রয়েল রিসোর্টের এই দশম বর্ষপূর্তি কেবল একটি উদযাপন নয়, বরং আগামী দিনের আরও সাফল্য ও উন্নয়নের অগ্রযাত্রা কে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশা রাখেন।