, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সোনারগাঁ জি আর ২০০৫ ব্যাচ এর ২০ বছর পূর্তি উপলক্ষে মিলন মেলা সোনারগাঁ জি আর স্কুল এন্ড কলেজ এর অভিভাবক সদস্য পদে মনোয়ন পত্র জমা দেন সাবেক সদস্য মিজানুর রহমান সোনারগাঁয়ে তাতুয়া কান্দি এলাকায় গণসংযোগ করেন জামায়েত ইসলাম নেতা প্রিন্সিপাল ডাঃ ইকবাল হোসেন ভূঁইয়া সোনারগাঁয়ে আলোচিত সায়মা হত্যায় ঘাতক স্বামীর স্বীকারোক্তি সোনারগাঁয়ে পানাম নগরীতে হেল্প ডেস্ক সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধন করেন বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ডেঙ্গু মশা নিধনের ব্যবস্থা নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন নারায়ণগঞ্জ বন্দরে প্রবাস ফেরত যুবকের ২ দিন পর মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নে ফাঁস দিয়ে রহস্যজনক স্বামী-স্ত্রীর আত্মহত্যা এলাকায় শোকের ছায়া ফতুল্লায় কাতার প্রবাসীর কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে বিএনপি নেতা খোকন মাস্টার আড়াই হাজারে টিকটক করতে গিয়ে মেয়ে দগ্ধ বাচাতে গিয়ে মায়ের মৃত্যু

বাংলাদেশ সম্প্রচার প্রযুক্তির অগ্রণী ব্যক্তিত্ব জেকের উদ্দিন সম্রাট

  • প্রকাশের সময় : ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৮ পড়া হয়েছে

 

 

 

মোঃ জি,কে,শিকদার: নিজস্ব প্রতিবেদক

 

 

বাংলাদেশের টেলিভিশন সম্প্রচার অঙ্গনে একজন অগ্রণী ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেনে জেকের উদ্দিন সম্রাট। দীর্ঘ পনেরো বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ ও সম্প্রচারের নেতৃত্ব দিয়ে আসছেন। আধুনিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে দেশের টেলিভিশিন শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন তিনি। বর্তমানে তিনি মাই টিভি বাংলাদেশ-এর নিউজ, ব্রডকাস্ট ও আইটি বিভাগের পরিচালক হসিবেে দায়িত্ব পালন করছেন।
২০০৭ সালে তার হাত ধরইে বাংলাদেশে প্রথমবার চালু হয় ২৪ ঘণ্টার পূণাঙ্গ রিমোট ব্রডকাস্টিং টিভি চ্যানেল। একইসাথে চালু হয় স্বতন্ত্র নিউজ গ্যাদারিং সিস্টেম এবং আর্থ স্টেশন অটোমশেন প্রযুক্তি সম্প্রচার প্রযুক্তি ও আইটির পাশাপাশি স্যাটেলাইট কমিউনিকেশন, আইপিটিভি ও ওটিটি সিস্টম ডিজাইন, নেটওয়ার্ক ও সাইবার নিরাপত্তা, ডিজিটাল মিডিয়া ও কনটেন্ট মনিটাইজশেন– প্রতিটি ক্ষেত্রেই রয়েছে তার বশিষে দক্ষতা।

 

শুধু প্রযুক্তি নয়, লেখালেখিতেও রেখেছেন সমান অবদান। তিনি বাংলাদেশের প্রথম লখেক হিসিবে টেলিভিশন সম্প্রচার, ওটিটি আইপি টিভি, এআই ও সোশ্যাল মিডিয়া বিষয়ক র্পূণাঙ্গ গ্রন্থ প্রকাশ করেছেন। বইটির নাম “ডিজিটাল সম্প্রচার – টিভি ওটিটি, আইপি টিভি , এআই ও সোশ্যাল মিডিয়া”।
তার ক্যারিয়ারে আর্ন্তজাতিক অঙ্গনেও রয়েছে উল্লখেযোগ্য অংশগ্রহণ। ২০১১ সালে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত কমনওয়লেথ হেডস অফ গর্ভনমেন্ট মিটিং, সংবাদ সংগ্রহ ও অংশগ্রহণ এবং ২০১২ সালে যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে সংবাদ সংগ্রহ ও অংশগ্রহণ করেন তিনি। পাশাপাশি তিনি বাংলাদেশের একাধিক জাতীয় নির্বাচন কাভার করেছেন, নির্বাচন কমিশনে মিডিয়া প্রতিনিধি হিসিবে দায়িত্ব পালন করেছেন, আর্ন্তজাতিক ক্রিকেট ম্যাচে সংবাদ সংগ্রহ করেছেন। নিয়মিত কনফারেন্স ও প্রদর্শনীতে অংশ নিয়েছেন লাস ভগোস ও নিউ ইয়র্কে অনুষ্ঠিত National Association of Broadcasters (NAB) এবং Broadcast Asia ও Communication Asia সহ আর অনেক ইভেন্টে। অ্যাপস্টার-৭ স্যাটেলাইট উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সফল সটেলাইট আর্থ স্টেশন স্থাপন করে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার ,কনসালটেন্ট হিসেবে Apt satellite র্কতৃক ২০১২ পুরুষ্কার গ্রহণ।চেংড়ুর চায়না, এপিটি স্যাটলোইট হংকং কর্তৃক আয়োজিত।

 

 

পাশাপাশি ২০২১ সালে আয়োজন করেন মাইটিভির সেরা সাংবাদিক নির্বাচন প্রতিযোগিতা জেলা ও থানা পর্যায়ে এই দীর্ঘ কর্মজীবনে জেকের উদ্দিন সম্রাট র্অজন করেছেন বহু জাতীয় ও আর্ন্তজাতকি স্বীকৃতি। তার ঝুলতিে রয়েছে ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড (২০১৮), রিহ্যাব অ্যাওয়ার্ড (২০১৯), এ ওয়ান মিডিয়া অ্যাওয়ার্ড (২০১৫) এবং কেবল টিভি ভিউয়ার্স ফোরাম অ্যাওয়ার্ড (২০১২)।এছাড়া ইউরোপীয় বাংলা সাংবাদিক সমিতির দুবাই বাংলা প্রেস ক্লাব, উত্তরা প্রেস ক্লাব, বরিশাল প্রেস ক্লাব, BIJEM ও JournalBD সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও পেয়েছেন সম্মাননা।

 

তিনি বর্তমানে বাংলাদেশ ব্রডকার্স্ট অ্যাসোসিয়েশন (ইইঅ) এবং ঢাকা ইউনিয়ন অব র্জানালিস্ট (উটঔ)-এর সদস্য। একই সাথে বাংলাদেশ সরকারের প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (চওউ) কর্তৃক প্রদত্ত নিবন্ধিত সংবাদ কর্মী।

 

বাংলাদেশ সম্প্রচার প্রযুক্তির উন্নয়নে তার অবদান বিশেষভাবে উল্লখেযোগ্য। তিনি প্রথমবারের মতো দেশে ২৪ ঘন্টা র্পূণাঙ্গ রিমোট ব্রডকাস্টিং টলেভিশিন চ্যানলে চালু করেন এবং এককভাবে মাইটিভি চ্যানলে নিউজ গ্যাদারিং সিস্টেমে ও আর্থ স্টেশন অটোমেশন প্রযুক্তি ইনস্টল করেন, এছাড়াও অসংখ্য আইপিটিভি স্ট্রিমিং ওটিটি প্লাটফর্ম সেটআপ করেন।
অভিজ্ঞতা, সৃজনশীলতা এবং প্রযুক্তির প্রতি অবিচল নিষ্ঠার মাধ্যমে জেকের উদ্দিন সম্রাট আজ বাংলাদেশে গণমাধ্যম শিল্পে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত হয়েছেন।

জনপ্রিয়

সোনারগাঁ জি আর ২০০৫ ব্যাচ এর ২০ বছর পূর্তি উপলক্ষে মিলন মেলা

বাংলাদেশ সম্প্রচার প্রযুক্তির অগ্রণী ব্যক্তিত্ব জেকের উদ্দিন সম্রাট

প্রকাশের সময় : ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

 

 

 

মোঃ জি,কে,শিকদার: নিজস্ব প্রতিবেদক

 

 

বাংলাদেশের টেলিভিশন সম্প্রচার অঙ্গনে একজন অগ্রণী ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেনে জেকের উদ্দিন সম্রাট। দীর্ঘ পনেরো বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ ও সম্প্রচারের নেতৃত্ব দিয়ে আসছেন। আধুনিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে দেশের টেলিভিশিন শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন তিনি। বর্তমানে তিনি মাই টিভি বাংলাদেশ-এর নিউজ, ব্রডকাস্ট ও আইটি বিভাগের পরিচালক হসিবেে দায়িত্ব পালন করছেন।
২০০৭ সালে তার হাত ধরইে বাংলাদেশে প্রথমবার চালু হয় ২৪ ঘণ্টার পূণাঙ্গ রিমোট ব্রডকাস্টিং টিভি চ্যানেল। একইসাথে চালু হয় স্বতন্ত্র নিউজ গ্যাদারিং সিস্টেম এবং আর্থ স্টেশন অটোমশেন প্রযুক্তি সম্প্রচার প্রযুক্তি ও আইটির পাশাপাশি স্যাটেলাইট কমিউনিকেশন, আইপিটিভি ও ওটিটি সিস্টম ডিজাইন, নেটওয়ার্ক ও সাইবার নিরাপত্তা, ডিজিটাল মিডিয়া ও কনটেন্ট মনিটাইজশেন– প্রতিটি ক্ষেত্রেই রয়েছে তার বশিষে দক্ষতা।

 

শুধু প্রযুক্তি নয়, লেখালেখিতেও রেখেছেন সমান অবদান। তিনি বাংলাদেশের প্রথম লখেক হিসিবে টেলিভিশন সম্প্রচার, ওটিটি আইপি টিভি, এআই ও সোশ্যাল মিডিয়া বিষয়ক র্পূণাঙ্গ গ্রন্থ প্রকাশ করেছেন। বইটির নাম “ডিজিটাল সম্প্রচার – টিভি ওটিটি, আইপি টিভি , এআই ও সোশ্যাল মিডিয়া”।
তার ক্যারিয়ারে আর্ন্তজাতিক অঙ্গনেও রয়েছে উল্লখেযোগ্য অংশগ্রহণ। ২০১১ সালে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত কমনওয়লেথ হেডস অফ গর্ভনমেন্ট মিটিং, সংবাদ সংগ্রহ ও অংশগ্রহণ এবং ২০১২ সালে যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে সংবাদ সংগ্রহ ও অংশগ্রহণ করেন তিনি। পাশাপাশি তিনি বাংলাদেশের একাধিক জাতীয় নির্বাচন কাভার করেছেন, নির্বাচন কমিশনে মিডিয়া প্রতিনিধি হিসিবে দায়িত্ব পালন করেছেন, আর্ন্তজাতিক ক্রিকেট ম্যাচে সংবাদ সংগ্রহ করেছেন। নিয়মিত কনফারেন্স ও প্রদর্শনীতে অংশ নিয়েছেন লাস ভগোস ও নিউ ইয়র্কে অনুষ্ঠিত National Association of Broadcasters (NAB) এবং Broadcast Asia ও Communication Asia সহ আর অনেক ইভেন্টে। অ্যাপস্টার-৭ স্যাটেলাইট উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সফল সটেলাইট আর্থ স্টেশন স্থাপন করে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার ,কনসালটেন্ট হিসেবে Apt satellite র্কতৃক ২০১২ পুরুষ্কার গ্রহণ।চেংড়ুর চায়না, এপিটি স্যাটলোইট হংকং কর্তৃক আয়োজিত।

 

 

পাশাপাশি ২০২১ সালে আয়োজন করেন মাইটিভির সেরা সাংবাদিক নির্বাচন প্রতিযোগিতা জেলা ও থানা পর্যায়ে এই দীর্ঘ কর্মজীবনে জেকের উদ্দিন সম্রাট র্অজন করেছেন বহু জাতীয় ও আর্ন্তজাতকি স্বীকৃতি। তার ঝুলতিে রয়েছে ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড (২০১৮), রিহ্যাব অ্যাওয়ার্ড (২০১৯), এ ওয়ান মিডিয়া অ্যাওয়ার্ড (২০১৫) এবং কেবল টিভি ভিউয়ার্স ফোরাম অ্যাওয়ার্ড (২০১২)।এছাড়া ইউরোপীয় বাংলা সাংবাদিক সমিতির দুবাই বাংলা প্রেস ক্লাব, উত্তরা প্রেস ক্লাব, বরিশাল প্রেস ক্লাব, BIJEM ও JournalBD সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও পেয়েছেন সম্মাননা।

 

তিনি বর্তমানে বাংলাদেশ ব্রডকার্স্ট অ্যাসোসিয়েশন (ইইঅ) এবং ঢাকা ইউনিয়ন অব র্জানালিস্ট (উটঔ)-এর সদস্য। একই সাথে বাংলাদেশ সরকারের প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (চওউ) কর্তৃক প্রদত্ত নিবন্ধিত সংবাদ কর্মী।

 

বাংলাদেশ সম্প্রচার প্রযুক্তির উন্নয়নে তার অবদান বিশেষভাবে উল্লখেযোগ্য। তিনি প্রথমবারের মতো দেশে ২৪ ঘন্টা র্পূণাঙ্গ রিমোট ব্রডকাস্টিং টলেভিশিন চ্যানলে চালু করেন এবং এককভাবে মাইটিভি চ্যানলে নিউজ গ্যাদারিং সিস্টেমে ও আর্থ স্টেশন অটোমেশন প্রযুক্তি ইনস্টল করেন, এছাড়াও অসংখ্য আইপিটিভি স্ট্রিমিং ওটিটি প্লাটফর্ম সেটআপ করেন।
অভিজ্ঞতা, সৃজনশীলতা এবং প্রযুক্তির প্রতি অবিচল নিষ্ঠার মাধ্যমে জেকের উদ্দিন সম্রাট আজ বাংলাদেশে গণমাধ্যম শিল্পে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত হয়েছেন।