
সাদিয়া ইসলাম নিশিঃ নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বৈদ্যের বাজার ইউনিয়ন নিয়ে অনিক খান সিয়াম,জাতীয় যুবশক্তি (এন সিপি) নারায়ণগঞ্জ জেলা শাখার নেতার কিছু গুরুত্বপূর্ণ আলোচনা, তিনি তার বক্তব্যে বলেন বৈদ্যের বাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন এর বিরুদ্ধে বৈদ্যের বাজার ইউনিয়নের কিছু অসাধু লোক মামুন ভাইকে নিয়ে ফেক আইডি ব্যবহার করে একজন সমাজসেবক এবং বৈদ্যের বাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন ভাইকে নিয়ে ওনার মান সম্মান নষ্ট করার জন্য,পাঁয়তারা করে আসছে আমি তাদেরকে বলবো, আর কত এই মানুষটার পিছনে পরে থাকবেন আপনারা মনে রাখবেন আল্লাহ যাকে সম্মানিত করেন এই পৃথিবীর কারো শক্তি নেই যে তাকে অসম্মান করার আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করি মামুন ভাই কি আপনাদের কারো কোনো ক্ষতি করছেন, আমি অনিকের জানামতে ওনি মানুষের উপকার ছাড়া কখনো কারো ক্ষতি করতে পারে না বৈদ্যের বাজার ইউনিয়নবাসীর গর্ব যে এমন একজন, চেয়ারম্যান পেয়েছেন আপনাদের কে বলছি যদি কারো ক্ষতি না করে থাকে দেশ ও দশের ভালোর জন্য হাজী আব্দুল্লাহ, আল মামুন ভাইয়ের সাথে থেকে, একটি সুন্দর মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে, কাজ করেন।
আজ আপনাদের কে বলছি বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন ভাইকে নিয়ে কিছু আলোচনা আপনাদের মাঝে শেয়ার করলাম আনন্দ বাজার, দামাদরদী, থেকে বৈদ্যের বাজার, সাত ভাইয়া পাড়া। এলাকা হইতে, হাড়িয়া বৈদ্যেপাড়া হইতে, পানাম গাবতলী, মাছিনগর, হইতে, হামসাদী, গণি মেম্বারের বাড়ি, হইতে পাগলা তোলা, দেলোয়ার মেম্বারের বাড়ি, হইতে মামলুদপুর, নগর জোয়ার, সোনামুই, হইতে হাড়িয়া গোবিন্দ পাড়া, ও চক্রবর্তীপাড়া, আপনারা খোঁজখবর নিয়ে দেখেন, রাস্তাঘাট কালবাট ড্রেন পাইপ লাইন, পানি নিষ্কাশন, অসহায় গরীব মানুষের পাশে থেকে, নিরোলস ভাবে কাজ করে যাওয়ার, উপহার হিসেবে ওনাকে নিয়ে, মিথ্যাচার করা,
সাধারণ জনগণের, পাশে তিনি অতীত ও ছিল বর্তমানেও থাকবেন ইনশাআল্লাহ,কিন্তু দুঃখের বিষয় কিছু স্বার্থান্বেষী মহল তাঁকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালায়,কখনো আওয়ামী লীগ ট্যাগ আবার কখনো, কখনো চাঁদাবাজ কখনো টেন্ডারবাজ, আবার কখনো হিংসে করেন যার সাথে বাস্তবে তার কোন সম্পর্ক নেই,আমাদের একটি কথা মাথায় থাকা উচিত জনপ্রতিনিধি হলে যেকোনো দলের প্রধান হোক না কেন ইউনিয়নের জনগণের স্বার্থে জনপ্রতিনিদের সম্পর্ক, থাকতে হয়, তানা হলে এলাকার উন্নয়ন, করা সম্ভব হবেনা।
আপনারা মনে রাখবেন হাজী আব্দুল্লাহ আল মামুন,তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেঃ
১/ এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন
২/ শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজখবর
৩/ মসজিদ-মাদ্রাসার উন্নয়ন
৪/ অসহায় ও গরীব মানুষের পাশে থেকে সহযোগিতা করা ও ইত্যাদি বিষয়ঃ
যা অতীতে কোনো চেয়ারম্যান এভাবে করেননি উন্নয়নমূলক কাজ করে দেখাতে পারেননি,আজ বৈদ্যেরবাজার ইউনিয়নের মানুষই প্রমাণ করছে হাজী আব্দুল্লাহ আল মামুন ভাই সৎ পরিশ্রমী জনবান্ধব চেয়ারম্যান,আপনারা মনে রাখবেন
ফেইক নাম এবং ফেক মোবাইল নাম্বার ব্যবহার করে যারা এগুলো করছেন তারাও ভুলে যাবেন না সম্মান দেয়ার মালিক আল্লাহ।
সত্যকে কখনো মিথ্যার দেয়াল দিয়ে ঢেকে রাখা যায় না।
সৎ মানুষের কাজেই তাঁর পরিচয়।
আপনাদের মনে রাখতে হবে বৈদ্যেরবাজার ইউনিয়নের জনগণই মামুন চেয়ারম্যান এর সবচেয়ে বড় শক্তি,আর জনগণের দোয়ায়-ই তার সবচেয়ে বড় মূলধন
ফেক আইডি থেকে প্রতিনিয়ত মিথ্যা নিউজ ছড়ানো হচ্ছে বৈদ্যের বাজার ইউনিয়নের জনগণকে ঐক্য গড়ার আহবান জানান এই জাতীয় যুবশক্তি (এন সিপি) নেতা অনিক খান সিয়াম,তিনি সবশেষে বিশেষ করে যারা এই সমস্ত ফেক নিউজ আপলোড করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে বিনীত অনুরোধ জানান এই নেতা।
















