
মোঃ জি,কে,শিকদার: নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়েঃ বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদ এর (৩ নং) ওয়ার্ডের, সফল মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বাবু মেম্বারের প্রশংসায় বৈদ্যের বাজার (৩ নং) ওয়ার্ড বাসি,বিশেষ করে, নগর জোয়ার, সুনামই, ও হাড়িয়া গোবিন্দি, ও হাড়িয়া বৈদ্যে পাড়ায়,এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ আমান মিয়া ও রবিউল মিয়া, বাতেন মিয়া বলেন, দেলোয়ার হোসেন বাবু কে মেম্বার নির্বাচিত করার পর থেকে আজ পর্যন্ত, আমাদের (৩ নং) ওয়ার্ডে, রাস্তাঘাটের কাজ ও বৃষ্টির কারণে জলাশয় হয়ে থাকা, পানি নিষ্কাশনের ব্যবস্থা করেদেন, দেলোয়ার হোসেন বাবু মেম্বার, আমাদের মেম্বারের সবচাইতে বড় একটি ভালোলাগার বিষয় হচ্ছে ২৪ ঘন্টাই তাকে ফোন দিলে পাওয়া যায় আমাদের হাড়িয়া বৈদ্যে পাড়া এলাকায়, যদি কোন নিরীহ মানুষ বিপদ আপদে পড়ে।
আমাদের মেম্বার সাহেব, সঙ্গে সঙ্গে আমাদের পাশে এসে দাঁড়ায়, এই ধরনের সেবামূলক কাজ করে,যা আমি আপনাদের কাছে বলে শেষ করতে পারবো না, সবচাইতে বড় বিষয় হচ্ছে এই দেলোয়ার হোসেন বাবু মেম্বারের, পিতা হাজী সিদ্দিকুর রহমান মেম্বার সাহেব ও বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ছিলেন অত্রো ইউনিয়নে দেলোয়ার হোসেন বাবু মেম্বারের পিতার অনেক সুনাম রয়েছে উনিও একসময় সাধারণ মানুষের সেবায় বেশ সুনাম অর্জনের সাথে, মেম্বার ছিলেন দেলোয়ার হোসেন বাবু মেম্বার, জনসেবায়, আসার পিছনে, একটাই লক্ষ্য কাজ করেছেন ওনি ওনার, বাবার মতো উনিও এজন জনগণের, সেবামূলক কাজগুলো করে যাচ্ছে, বিগত সময়ে মধ্যে যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো করতে পেরেছেন বাকি কাজগুলো আমরা এলাকাবাসী আমাদের জনবান্ধব, মেম্বার সাহেবর কাছে দাবি রাখবো অপরিপূর্ণ কাজগুলো যেনো ওনার হাতেই পরিপূর্ণ হয় এলাকাবাসীর দাবি।
এই ব্যাপারে বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, দেলোয়ার হোসেন বাবুর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, সালাম জানিয়ে বলেন, প্রিয় (৩ নং) ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, আশা করি আপনারা সকলেই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় ও ভালবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি, আমাকে আপনারা বিগত সময় যেভাবে ভালোবেসে আমাকে সাপোর্ট করে নির্বাচিত করেছেন, আমি ও আমার পরিবারের সকলেই আজীবন বৈদ্যে বাজার (৩ নং) ওয়ার্ডবাসীর কাছে চির কৃতজ্ঞ থাকবো আপনারা আমাকে যেই সম্মানে সম্মানিত করেছেন আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া,আদায় করি এবং আমি আমার, সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি, আমাদের এই (৩ নং) ওয়ার্ডের এখনো যে সমস্ত কাজগুলো অসম্পূর্ণ রয়ে গেছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেনো অপরিপূর্ণ কাজগুলো পরিপূর্ণ করতে পারি, আপনারা আমাকে বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের মেম্বার বানিয়েছেন তিন বৎসর শেষ হয়ে আমি চার বছরের পদার্পণ করেছি আমার হাতে বাকি যেই সময়গুলো আছে আপনারা দোয়া করবেন সেই আগামী সময়গুলো যেন আমি এই ওয়ার্ডবাসীর সেবা করে এবং উন্নয়নমূলক কাজগুলো করতে পারি, এই বলে সকলের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি, সকলেই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
















