
মোঃ জি,কে,শিকদার: নিজস্ব প্রতিবেদক সোনারগাঁ নারায়ণগঞ্জ
ট্যুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোন পানাম নগর হেল্প ডেস্ক ও কাম সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধন এবং পর্যটন সুরক্ষা ও পানাম নগর ডেঙ্গু নিধন কর্মসূচি এবং পরিবেশ বান্ধব আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে সোনারগাঁয়ের পানাম নগরে প্রদান ফটকের সামনে বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের সহযোগিতায় টুরিস্ট পুলিশের হেল্প সেন্টার উদ্বোধন করা হয়।
হেল্প ডেস্ক উদ্বোধন শেষে পানাম নগরে ডেঙ্গু নিধন কর্মসূচি পালন করা হয়।
বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান নাদিরা আক্তার নিরা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাখাওয়াত হোসাইন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বশির উদ্দীন,ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন,ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো.দেলোয়ার হোসেন প্রমূখ।















