
সাদিয়া ইসলাম নিশিঃ বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জ সোনারগাঁ।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে, সাদিপুর ইউনিয়নের বরাবর এলাকায় মাহমুদা আক্তার নামের এক অন্তঃস্বত্তা, নারীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন, এসময়ে ওই নারীকে শ্লীলতাহানী করা হয়, বলে অভিযোগ তোলা হয়। আহত ওই নারী সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে যানাযায়।
এ ঘটনায় রবিবার ২৮ সেপ্টেম্বর, সকালে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন, এর আগে গত বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে, স্থানীয়রা বিচার সালিসের দায়িত্ব নিলেও বিচার না পেয়ে ভুক্তভোগী ওই নারী, থানায় অভিযোগ দায়ের করেন।
জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাব এলাকার বিএনপি কর্মী হানিফ মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী মুক্তিযোদ্ধা চাঁন মিয়ার ছেলে মো. মিলন মিয়ার সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত দ্বদ্ধ চলছিল। গত বৃহস্পতিবার রাতে হানিফ মিয়ার মুদি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে মিলন মিয়ার ছেলে রিয়াদ, ও ভাগিনা রাহাতকে, দোষারোপ করে, এ ঘটনায় সিসিটিভি পর্যাবেক্ষণ করে প্রমাণ না পাওয়ায় তাদের মধ্যে ভাগবিতন্ডায় জড়িয়ে পড়ে তখন এক পর্যায়ে হানিফ মিয়ার নেতৃত্বে ইমরান, সম্রাটসহ (১০.১৫) জনের একটি দল, দেশীয় অস্ত্রশস্ত্র সঞ্জিত, হয়ে মিলন মিয়ার চাচাতো বোন মাহমুদা আক্তারের বাড়িতে হামলা চালিয়েছে বলে জানা যায়।
এসময় বাড়িতে কোন পুরুষ না, থাকায় অন্তঃস্বত্তা মাহমুদা আক্তারকে পিটিয়ে জখম করে, এক পর্যায়ে তার শরীরের জামা কাপড় ছিড়ে শ্লীলতাহানী করে, আহত মাহমুদা আক্তারের ডাক চিৎকার শুনে, স্থানীয়রা গিয়ে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, এ ঘটনায় স্থানীয়রা বিচার শালিসের দায়িত্ব নিয়ে ঘড়িমসি করায় রবিবার সকালে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করতে বাধ্যহন, মাহমুদা আক্তার।
আহত ওই নারীর স্বামী ইমরান হাসান পাভেল জানান, তার স্ত্রী দু’মাসের অন্তঃস্বত্তা। ভাইয়ের সঙ্গে বিরোধকে কেন্দ্র করে তার স্ত্রী ওপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। তার স্ত্রীর অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তার স্ত্রীকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার জন্য সোনারগাঁ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভরতি রাখেন, এবং এই হামলার তিনি বিচার দাবি করেন।
অভিযুক্ত বিএনপি কর্মী হানিফ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেছেন, তিনি বলেন, ওই নারীকে তারা মারধর করেনি। মোবাইলে লাইভ করছিল, তা কেটে দিতে গিয়ে জোর জবরধস্তি হয়েছে বলে জানান অভিযুক্ত হানিফ মিয়া।
সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মোঃ রাশেদুল হাসান খান বলেন, অন্তঃস্বত্তা ওই নারীকে মারধরের, ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে, সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
















