নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সোনারগাঁও ১৫/০৯/২০২৫/পৌরসভা এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টায় অভিযোগ উঠেছে একই গ্রামের হাবিবুর রহমান রিপনের বিরুদ্ধে রোববার বেলা ১২ঃ০০ ঘটিকায় সোনারগাঁ দরপত ঠোটালিয়া এলাকায় ১ নং ওয়ার্ডে ভুক্তভোগী ওই নারীর স্বামীর বাড়িতে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে ভুক্তভোগী ওই নারীর স্বামী একজন রেমিট্যান্স যুদ্ধ প্রবাসী নিজ বসতঘরে জোরপূর্বক প্রবেশ করে হাবিবুর রহমান রিপন ওই গৃহবধূকে কুপ্রস্তাব।
এমন সময় ভুক্তভোগী ওই,প্রবাসীর স্ত্রী অভিযুক্ত রিপনের কুপ্রস্থাবে রাজি না হওয়ায়,অভিযুক্ত রিপন প্রবাসী স্ত্রীকে মারধর এবং কি প্রাণনাসের হুমকি প্রদান করেন,এমন সময় গৃহবধূর ডাক চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে,এ ঘটনায় গৃহবধূ সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগ সূত্রে জানা যায় কয়েক মাস যাবত সোনারগাঁও পৌরসভার দরপত্ ঠোটালিয়া গ্রামের,কাসেম মিয়ার ছেলে,হাবিবুর রহমান রিপন (৩২) একই গ্রামের,সৌদি প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো,বিষয়টি লম্পট রিপনের পরিবারকে জানালে গৃহবধূকে অজস্র বাসায় গালিগালাজ অপমান করে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং ভুক্তভোগী ওই প্রবাসীদের স্ত্রী এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে তাকে প্রাণ নাষের হুমকি প্রদান করে বকাটে রিপনের পরিবার।
ভুক্তভোগীর নানা বলেন কয়েক মাস যাবত প্রতিবেশী হাবিবুর রহমান রিপন আমার নাতনিকে কুপ্রস্তাব দিয়ে আসছিল,পরবর্তীতে বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিকে জানিয়ে কোন প্রতিকার পায়নি বলে দাবি করেন ভুক্তভোগীর নানা,তাই আমি পুলিশ প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রাশেদুল হাসান খান তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।