মোঃ জি,কে, শিকদার: নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ সোনারগাঁ।
নারায়ণগঞ্জের সোনারগাঁ, বৃহস্পতিবার (২৫) সেপ্টেম্বর (২০২৫) এ বন্দর সীমান্তবর্তী ব্রহ্মপুত্র নদী রক্ষায় বৃহস্পতিবার বিকেল ৪টায় এক ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি নদী দখল ও দূষণ রোধে সচেতনতা তৈরির লক্ষ্যেই এই আয়োজন এবং কর্মসূচি, করা হয়েছে বলে জানা যায়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান তোলেন, নদী বাঁচাও, দেশ বাঁচাও দখলদার মুক্ত হোক নদী,প্রাণ ফিরে পাক ব্রহ্মপুত্র।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ বলেন, নদী কেবল জলধারা নয়, এ দেশের প্রাণ, সংস্কৃতি ও অর্থনীতির মূল ভিত্তি, এই নদী অথচ দখল ও দূষণে প্রতিদিন ধ্বংস হয়ে যাচ্ছে এর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য, নদীকে রক্ষা করা এখন সময়ের দাবি।
প্রতিবাদ সভায় পরিবেশকর্মীরা জানান, নদীকে দখলকারীদের হাত থেকে মুক্ত করতে হবে এবং শিল্পকারখানার বর্জ্যে নদী হত্যা বন্ধ করতে হবে, তাদের মতে, নদী বাঁচানো মানেই প্রাকৃতিকে রক্ষা করা এবং, মায়ের সম্মান রক্ষা ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানো, স্থানীয় বাসিন্দারা এ অভিনব আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কর্মসূচি সমাজে ব্যাপক সাড়া ফেলবে এবং নদী রক্ষার আন্দোলনে নতুন গতি আনবে।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন। উপস্থিত ছিলেন ঈমানের কান্দী ব্লাড ডোনার সংগঠনের সদস্যবৃন্দসহ স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠী, সকলের একটাই দাবি নদীর সম্মান প্রাণ বাঁচানো এদেশের মানুষের মৌলিক অধিকার বলে মনে করেন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন আসুন আমরা মা মাটি নদীর সম্মান, রক্ষার্থে প্রতিবাদী আওয়াজ গড়ে তুলি।