মোঃ জি,কে, শিকদারঃ নিজস্ব প্রতিবেদক সোনারগাঁ নারায়ণগঞ্জ।
সোনারগাঁয়ে ১৬, ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করেছেন বারাকা নিট গার্মেন্টস-এর ব্যবস্থাপনা পরিচালক হাজী শাকিল রানা। একই সঙ্গে তিনি সোনারগাঁ বাসিসহ দেশ বাসিকে মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় হাজী শাকিল রানা বলেন, ১৯৭১ সালের এই দিনে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা। মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মত্যাগের কথা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর সন্তানদের, বিশেষ করে দেশের গৌরব সাত বীরশ্রেষ্ঠকে, যাদের অতুলনীয় সাহস ও আত্মোৎসর্গ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে করেছে মহিমান্বিত।শ্রদ্ধাভরে তিনি যে সাত বীরশ্রেষ্ঠকে স্মরণ করেন তারা হলেন, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ ইঞ্জিন রুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন।
হাজী শাকিল রানা আরও বলেন, মহান বিজয় দিবস আমাদের গর্বের দিন। এই দিনে আমাদের অঙ্গীকার হোক মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করা। তিনি সোনারগাঁবাসীর শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন এবং মহান বিজয় দিবসের। চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান, বারাকা নিট গার্মেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক হাজী মোঃ শাকিল রানা।
শেষে তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা। করেন এবং মহান বিজয় দিবস উপলক্ষে আবারও সোনারগাঁবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান।