
নিজস্ব প্রতিবেদকঃ
সোনারগাঁ নারায়ণগঞ্জের,বৈদ্যের বাজার ইউনিয়ন বাসি প্রশংসায় পঞ্চমুখে,বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান,হাজী আব্দুল্লাহ আল মামুন সাহেব,বৈদ্যের বাজার ইউনিয়ন এর জনগণের,মুখে মুখে চেয়ারম্যান সাহেব এর,প্রসংশায় এলাকা বাসি,সেই সাথে লোক মুখে,উন্নয়নের কথাই শোনা যাচ্ছে,বৈদ্যের বাজার সাত ভাইয়া পাড়া,নয়াগ্ৰামে ও রামগঞ্জ এলাকার মোঃ দেলু মিয়া এবং মোঃ বাবু মিয়া,মোঃ রেজাউল করিম ও এলাকার জনসাধারণ।
জানান আমরা কয়েক দিন আগে আমাদের গ্ৰামের পচ্ছিম পাশে বৃষ্টির কারণে দীর্ঘদিন যাবত পানি বন্দী ও জলাশয়ে পরিণত হয়েছিল মানুষ ঘর থেকে বের হতে পারছিল না আমাদের বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন সাহেব সেই পানি নিষ্কাশনের জন্য বৈদ্যের বাজার ইউনিয়ন সাত ভাইয়া পাড়া গ্ৰামের যুব সমাজ সেবক রাসেল ও মোঃ রনি এবং অপরাধ বিচিত্রা পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি সাংবাদিক মোঃ মোক্তার হোসাইন কে সার্বিক পরিচালনার দায়িত্ব দিয়ে (২৫০) ফিট পাইপ লাইনের মাধ্যমে পানি নিস্কাশনের কাজ সম্পন্ন করেন,এবং সাতভাইয়া পাড়া গ্ৰামের তিনটি পুকুরে দীর্ঘদিন বৃষ্টির কারণে পুকুরগুলো ভরে গিয়ে রাস্তার উপর পানি উঠে গিয়ে লোক চলাচলের অনুপযোগী হয়ে গিয়েছিল চেয়ারম্যান সাহেব খবর পেয়ে সাথে সাথে সমাজ সেবক মোঃ রাসেল এর মোঃ রনি মিয়া মাধ্যমে তিনটি পুকুরে সেলো মেশিন দিয়ে পানি নিস্কাশন করে দেন হাজী আব্দুল্লাহ আল মামুন চেয়ারম্যান।
ভারপ্রাপ্ত এই চেয়ায়ম্যান,তিনি সাংবাদিক দের পশ্নে বলেন আমি,জনগণের সেবাক হিসেবে কাজকরতে চাই এবং আমাদের বৈদ্যের বাজার ইউনিয়ন কে, উন্নয়ন এর ধারাকে অব্যাহত রেখে আমি নিরলস ভাবে বাকি অসম্পূর্ণ কাজ গুলো সম্পুনো করতে চাই,এবং সরকার থেকে যে সকল বরাদ্ধ আসে আমাদের ইউনিয়নে ৯ টি ওয়ার্ডের কাজ গুলো করতে পেরেছি এবং আমি আমার নিজস্ব ফান্ড থেকে সদ,গাহে জারিয়া হিসেবে দিয়েছি আমি বৈদ্যের বাজার ইউনিয়ন বাসির কাছে দোয়াচাই,আমি জেনো আমার উপর অর্পিত দায়িত্ত সঠিক ভাবে পালন করতে পারি,ছোট বড় সকলের সহযোগিতা কামনা করি।